দেশদ্রোহী-পাকিস্তানী বলাকে পরোয়া করি না :অধীর চৌধুরী

অবতক খবর, বারাসাত: সরকারের বিরুদ্ধে কিছু বললে হয় দেশদ্রোহী অথবা  হচ্ছে।আমরা এর পরোয়া করি না।বাংলায় সরকারের বিরুদ্ধে কিছু বললে অ্যান্টি সোশ্যাল বলা হচ্ছে, আর কেন্দ্রের বিরুদ্ধে কিছু বললে অ্যান্টি ন্যাশানাল বলা হচ্ছে,পাকিস্তানী বলা বারাসাত আদালতে এসে এমনভাবেই কেন্দ্র এবং রাজ্য সরকারকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। এখানেই থেমে না থেকে অধীর চৌধুরী বলেছেন,  দিল্লীর শাইনবাগে স্বতস্ফুর্ত আন্দোলন চলছে। দেশের মহিলারা সেই আন্দোলন করেছে।এই আন্দোলন কে কংগ্রেস সমর্থন করছে।

সারা দেশ জুড়ে কালচে এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ।  ছড়িয়ে পড়ছে ছাত্র বিক্ষোভ। নাগরিক সমাজ কেন্দ্র সরকারের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। এই অবস্থায়  কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলে প্রতিবাদের সুরকে আরো চওড়া করে তুললেন।