দেবীপক্ষ এলো। ভারতবর্ষ হতে চলেছে ধর্ষণ উপত্যকা। পশ্চিমবঙ্গও থেমে নেই….

দেবীপক্ষ / তমাল সাহা

বারুদের তীব্র গন্ধ নিয়ে
শব্দ চলে যায় বহুদূর।
বিকেলের অন্তর্বাস খুলে সূর্য
নেমে গেলে অরণ্যের ভেতর
অতিদ্রুত অন্ধকারে ছুটে আসে
দোর্দন্ড অসুর!

আকাশে ভেসে ওঠে মহালয়ার চাঁদ।
শ্রম বেচে মেয়েটি ফিরে যাবে ঘরে।
মেঠো ছায়াপথ ম্লান হয়ে যায়
বিপন্ন বিষাদে নক্ষত্রগুলি ঝরে।

কে খুবলেছে তাকে?
জেগে থাকে
নখেরদাগ,জটিল চুল।
ধস্তাধস্তি-পতনের শব্দ…
মাটি ছুঁয়ে পড়ে থাকে
শক্ত করা নরম আঙুল।

পাপ ঘনীভূত হয়ে এলে
কেঁপে ওঠে সমুদ্র বাতাস,
শুকনো জলে ভাসে মেয়েটির চিবুক।
একি বোধন না বিসর্জন!
ডমরুর তালে কেঁপে ওঠে
দুর্গাপ্রতিমার মুখ।