দেবীপক্ষ এলো। শুরু হলো দুর্গা সিরিজ :’আমার দুর্গা’

মহালয়া ভোরে কি দেখলে তুমি 

 তমাল সাহা

জবাকুসুমসঙ্কাশ ভোরে

পিতৃপুরুষেরা ডেকে বলে,

জল দাও,জল দাও।

তাপিত হৃদয়,বড় তৃষ্ণা এই বুকে।

আবক্ষ জলে নামি,তর্পণে মগ্ন হই।

ভেসে আসে

জলমুখী নারীর শরীর..

গন্ডুষ ভেঙে যায়,

আঙুল পেরিয়ে গড়িয়ে পড়ে জল।

পিতৃপক্ষ শেষ,

দেবীপক্ষ শুরু হলো আজ।

শরীর উল্টে দেখি গলদেশ তার

আঁকড়ে আছে শ্বাসরোধের কলঙ্করেখা,

উল্কিতে হাতে লেখা– ঈশানী।

মহালয় হয়ে গেছে কবে!

পোয়াতি ঈশানীর পেটের ভিতর

মাছের মতো চঞ্চল শিশুটি কি

তখনও খলবল করে?

জলমুখী নারী ভেসে আসে

আমার নিকটে মহালয়ার

এ কোন ভোরে…