অবতক খবর ,পশ্চিমবর্ধমান , আসানসোল:- আসানসোল কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের বাবু তালাবের নিমাতল্লা চকের কাছে দেবাশীষ ঘটক স্মৃতির উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটির উদ্বোধন করেন রাজ্য শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।এইদিন রক্তদাতাদের শংসাপত্র দেন মন্ত্রী মলয় ঘটক। শিবিরের সদস্যদের পক্ষ থেকে মন্ত্রী মলয় ঘটককে ফুলের তোড়া ও মোমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন উপমেয়র তাবাসসুম আরা, তৃণমূল যুব নেতা ইরফান আনসারি ওরফে ড্যানিশ তৃণমূল উত্তর ব্লক ২, তৃণমূল নেতা সহ সাবেক কাউন্সিলর মাস্টার শাকিল, বেলাল খান,  সাগির আলম কাদিরী, নীহালুদ্দীন, খালিক খান, আক্তার সহ আরো অনেকে।

মন্ত্রী মলয় ঘটক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন যে রক্তদান মহাদান। করোনায়, রক্তদান করে নজিরবিহীন কাজ করছে। এই সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহীত জনস্বার্থ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মানুষকে নিখরচায় রাজ্য সরকার রেশন এবং নিখরচায় চিকিৎসা সেবা দিয়েছে । এই মহামারীতে কোন রাজনৈতিক দল তাদের সাথে রয়েছে এবং কে তাদের থেকে দূরে রয়েছে তা জনসাধারণ সিদ্ধান্ত নেবে।