যোগী রাজ্যে ধর্মঘট ভাঙতে ১৩৩২ বিদ্যুৎ কর্মী ছাঁটাই, ২২ জন ধর্মঘটী নেতার বিরুদ্ধে মিসা মামলা আরো কত সব… লিখে যাই

দেখি, তাই লিখি
তমাল সাহা

তুমি প্রেম নিয়ে কবিতা লেখো
ভালোবাসার উর্বর জমিতে হাত রাখো
চেনো সব উপত্যকা ডালপালা বীজতলা
কতদিন হল প্রজন্মেরা পথে বসে
বসন্তে উষ্ণ স্পর্শ আঁকো, ওদের জন্য কি মন উতলা?

তুমি কী জানো ত্রিপুরায় চলছে শাসকের সন্ত্রাস
তরাইয়ে ভেঙে দিয়েছে লেলিনের মূর্তি কারা
যোগী রাজ্যে ছাঁটাই ১৩৩২ বিদ্যুতকর্মী গেরুয়া ফতোয়ায়
নাভিপদ্ম নিতম্ব নিম্নপ্রদেশ আর যেন কোথায় কোথায় তোমার শব্দ ছুঁয়ে যায়!

শরীরের এইসব রহস্য আর গোপন নেই
ব্যবহৃত হতে হতে ক্লিশে হয়ে গিয়েছে কবিতায়
জননীরা ম্রিয়মাণ জাতক নিয়ে প্রতীক্ষায় আছে হাসপাতালের বারান্দায়!

লাল পলাশ শিমুল আকাশের মাথায়
বসন্তে হয়েছে বৃষ্টি, ঝরে পড়ে পাপড়ি
তুমি চাইছো ভেজা শরীর দেখাবে আমায়!

কবে সময় হবে
এইসব ঘটমান বর্তমান পথে প্রান্তরে
আমাকে দেখাবে?