দেখা শোনা ও লেখা
তমাল সাহা

১) রূপান্তর

দিল্লি থেকে এক বন্ধু-ভাই বলল, দাদা, করেছে তো খেয়াল!
তৃণমূলী বাঘ এখানে এসে হয়ে গিয়েছে বেড়াল
এরপর দল বদলু হয়ে যাবে না তো?
হয়ে যাবে না তো পদ্মফুলী হুক্কা হুয়া শেয়াল!

২) সততা

পশ্চিমবঙ্গে একদম কিছু নেই বলি কি করে?
একজন সৎ মহিলা চোর পাওয়া গিয়েছে
তিনি ৫০ লক্ষ টাকা ফেরত দেবেন বলেছেন অঙ্গীকারে।

৩) প্রবাদ

মেয়েদের কই মাছের প্রাণ–
এ প্রবাদটি অতীব সত্য।
নাহলে এতদিন যা অপকর্ম করেছে
এক মহিলা শাসক
লজ্জায় নিশ্চিত আত্মহত্যা করত

৪) কিম্ভূত প্রশ্ন

আমার মাথায় অদ্ভুত সব প্রশ্ন আসে।
যাদের শিক্ষাকর্তা বাবারা এখন জেলের ঘানি টানে
তাদের মুখ পুড়ছে কী অপমানে!
পাড়ায় তারা কি করে থাকে?
তারা এখনো কি বাবাকে বাবা বলে ডাকে?
আর তাদের সেই নারী
আজও বলে কি তুমি আমারই!