অবতক খবর,নদীয়া : “আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়”।
কবি জীবনানন্দ দাশের লেখা কবিতার এই লাইন কটি কেই বা ভুলতে পারে? কিন্তু সত্যি কি জলঙ্গীর ঢেউয়ে বাংলার প্রান্তর সিক্ত হবে? জলঙ্গি তো আজ মুমূর্ষ উৎস থেকে হারিয়ে গেছে দীর্ঘ ৫০ কিলোমিটার নদীপথ। ক্রমাগত দূষণ এবং অবহেলার শিকার এই নদীকে বাঁচাতে নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “সেভ জলঙ্গি (নদী সমাজ) ” আয়োজন করেছিল একটি “পরিবেশ সচেতনতা শিবির ও কর্মশালার”। শিবিরে অংশগ্রহণ করল শহরের ১০ টি স্কুলের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী । দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়তে,ভবিষ্যৎ প্রজন্মকে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করানো ছিল এই শিবিরের লক্ষ্য।

দূষণমুক্ত পৃথিবী গড়ার শপথ নিল উপস্থিত ছাত্রছাত্রীরা। ওদের প্রত্যয়ী, চিকন কণ্ঠস্বরে নতুন পৃথিবীর স্বপ্ন দেখলেন উপস্থিত সাধারণ মানুষক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষেরা ।