অবতক খবর , সুজিত , হুগলী:- দূর্নীতি কে কোনদিন প্রশয় দিইনা ও দূর্নীতিগ্রস্ত দলের কোনো ব্যাক্তিকে তৃনমূল দলের সভাপতি মানতে নারাজ। রবিবার জেলা তৃনমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি নাম ঘোষণার পরই সিঙ্গুর ব্লক সভাপতি গোবিন্দ ধাড়ার নাম ঘোষণার পরই ক্ষোভ উগরে দিলেন সিঙ্গুরের চার বারের বিধায়ক তথা সিঙ্গুর আন্দোলনের কৃষিজমি রক্ষা কমিটির নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

আগামীদিনে তৃণমূল কংগ্রেসে থাকবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। আগে সিঙ্গুর ব্লকের তৃনমূল সভাপতি ছিলেন সিঙ্গুর জমি আন্দোলনের নেতা মহাদেব দাস।

তাঁকে সরিয়ে সিঙ্গুর ব্লক সভাপতি গোবিন্দ ধাড়া কে করায় সিঙ্গুরে তৃনমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। নতুন ব্লক সভাপতি বিধায়ক বেচারাম মান্নার ঘনিষ্ঠ বলে পরিচিত নসীবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধাড়া। এদিন নতুন সভাপতি ঘোষণার পরই বিধায়কের বাড়ি শিবরামবাটি বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে দলেরই বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

পাশাপাশি সিঙ্গুরের প্রাক্তন ব্লক সভাপতির দাবি, দলের রাজ্য নেতৃত্ব গোষ্ঠী কোন্দল মেটাতে যে নির্দেশ দেওয়া হচ্ছে, তা বাস্তবে কোনো কাজেই লাগছে না। রবিবার সন্ধ্যায় বিধায়কের বাড়িতে ব্লকের বিভিন্ন এলাকা থেকে বিধায়ক অনুগামীরা দল ছাড়ার ইঙ্গিত দিয়েছে।