অবতক খবর , অভিষেক দাস , মালদা :- জাতীয় সড়কে দূর্ঘটনা এড়াতে পাশের বাজার সরিয়ে দেওয়ার উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ। মালদায় ইংরেজবাজার শহরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে সারি দিয়ে বসে বাজার।ফলে রথবাড়ি এলাকায় নিয়মিত দূর্ঘটনা লেগেই থাকে।

 

যদিও করোনা আবহে সময় রাস্তায় যান চলাচল না থাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা সবজি বিক্রেতাদের বিচিত্রা মার্কেট সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে কিছু সময়ের জন্যে বসার অনুমতি দিয়েছিল প্রশাসন।

কিন্তু এরপর থেকেই রোজ সকাল থেকে সবজি, ফল থেকে শুরু করে এই এলাকায় বিভিন্ন বাজার বসতে শুরু করে। ফলে ক্রেতা বিক্রেতা সহ বহু মানুষের ভিড় লেগেই থাকে। চূড়ান্ত ব্যস্ত ৩৪নম্বর জাতীয় সড়কে যা চরম সমস্যার। তাই আজ সকাল থেকে ওই বাজার সরিয়ে দেওয়ার উদ্যোগ নিল পুলিশ।

ইংরেজবাজারের ট্রাফিক ওসি বিটুল পাল জানিয়েছেন, এভাবে অনিয়ন্ত্রিতভাবে জাতীয় সড়কের পাশে বাজার বসার জন্যে দূর্ঘটনা বেড়ে যাচ্ছে। তাই এই বাজার সরিয়ে বিচিত্রা মার্কেটের আগের জায়গাতেই করা হচ্ছে। অন্যদিকে, পুলিশের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ।