অবতক খবর,১৬ই নভেম্বর: আজ কল্যাণী জিআইএস ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন কল্যাণী ১৭ নং ওয়ার্ডের এ-৫ পল্লির একটি দুঃস্থ পরিবারের শ্রাদ্ধের কাজে পাশে দাঁড়ালো কাঁচরাপাড়ার উত্তীর্ণ। এই দুঃস্থ পরিবারের গৃহকর্ত্রী বীণা হালদার গুরুতর অসুস্থ হয়ে মারা গিয়েছেন । তাঁর শ্রাদ্ধ কাজের সমস্ত ব্যয়ভার বহন করল কাঁচরাপাড়ার উত্তীর্ণ। তারা ৫০-৬০ জন মানুষ যারা কেবলমাত্র শ্মশান যাত্রী ছিলেন, শাস্ত্রীয় রীতি অনুযায়ী তাদের শ্মশান বন্ধু হিসেবে খাওয়াতে হয় সেই পরিবারের সেই কাজটির দায়িত্ব নিয়েছে উত্তীর্ণ।‌ তারা এই জন্য ওই পরিবারকে ১০ কেজি চাল, মুদি সামগ্রী, শাকসবজি,৬ কেজি কাতলা মাছ,১৫০ পিস রসগোল্লা এবং ৮ কেজি দই দিয়ে ওই দুঃস্থ পরিবারকে সাহায্য করেন। উত্তীর্ণ-র কর্ণধার পঞ্চানন দাস ও সভাপতি প্রাণেশ্বর মণ্ডল জানান, তারা নিজেরা কেবলমাত্র এই সামগ্রীই তাদের হাতে তুলে দেননি, তারা তদারকির ভার নিয়ে এই শ্রাদ্ধকার্য যেন সুসম্পন্ন হয় সে ব্যাপারে নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।