দুর্গা মা না দুগ্গি মা

তমাল সাহা

১) ফালতু মা

মাকে লোকে ফালতু বলে– দুর্গতিনাশিনী!

যোগ্য মেধাসম্পন্ন বঞ্চিত প্রজন্ম ৫৬০ দিন বসে আছে অবস্থানে, মা সব জানে।

ঘুষখোর মা আসছে ৬০ হাজারি প্যান্ডেলে!

অস্ত্রশস্ত্র? ওসব শো পিস

চারদিন রাজকীয় ভোগ খেয়ে মহানন্দে যাবে চলে।

অসুরদলনী! ফালতু কথা।

চলবেই শাসক অসুরের অত্যাচার।

তুমি নির্বোধ, বলবে মা গো এসো আবার!

২) দৃষ্টিহীনা

ফি বছর

শরৎ ঋতুতে মা আসে আগমনী গানে।

বছরের পর বছর

কোনমতে আমাদের দিন গুজরান

আমরা চেয়ে থাকি খয়রাতির পানে।

আমাদের মনুষ্যত্ব মাপা হয় দয়ায় অনুদানে।

তাহলে মা এলে

আমাদের কোন উপকারটা হয়?

তাকে স্বাগত জানাতেই তো কোটি কোটি টাকা ক্ষয়!

সর্বজয়া মা আমাদের

তার তো আছে ত্রিনয়ন।

সে কি দেখে না বোঝে না

এটা সন্তানদের কোন উন্নয়ন?