দুয়ারে সরকার পরিদর্শনে ইসলামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও

অবতক খবর,৮ এপ্রিলঃ ইসলামপুর ব্লকে গাইসাল-১ ও গাইসাল ২ গ্রাম পঞ্চায়েতে আজ দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে। দুয়ারে সরকার পরিদর্শনে ইসলামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও রজত রঞ্জন দাস তিনি বলছেন সাধারণ মানুষের দুয়ারে সরকারের ক্যাম্প এসেছে সেখানে ভালোই সারা পাওয়া যাচ্ছে। তবে কিছু লোকের কাজ হয়ে গিয়েছে। অপরদিকে কিছু সাধারণ মানুষ বলেন তাদের কাজ এখনো হয়নি।

উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাপতির প্রতিনিধি তৃণমূল নেতা জাবেদ আখতার বলেন দুয়ারে সরকারের ক্যাম্প গুলিতে ভালই ভিড় হচ্ছে তবে সাধারণ মানুষ উৎসাহর সঙ্গে তাদের কাজ করাচ্ছে। তবে দিদির উন্নয়নমূলক কাজ শুধু তৃণমূলের জন্য নয় সমস্ত দল সাধারণ মানুষের কিছু লোক কুৎসা করছেন।

গাইসাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ললিত চন্দ্র সিংহ বলেন সাধারণ মানুষ দুয়ারে সরকার থেকে তাদের অনেক কাজই করে নিয়েছেন। দুয়ার সরকারে ভিড় কম হলেও লোক তারা নিজের কাজ করিয়ে নিচ্ছেন। তিনি বলেন মানুষ কাজ হচ্ছে না এটা ভুল কারণ তাদের ডকুমেন্টস অর্থাৎ তাদের কাগজপত্র যদি কোন ভুলভ্রান্তি থাকে সেগুলো শুধরে নিলেই তাদের কাজ হয়ে যাবে বলে তিনি বলছেন।