দুয়ারে সরকারে আবেদন পত্র পূরণ করলেন মন্ত্রী

অবতক খবর,১০ এপ্রিল,অভিষেক দাস,মালদা:তীব্র দাবদহের মধ্যেও দুয়ারে সরকারের তদারকিতে এসে সাধারণ মানুষের আবেদন পত্র পূরণ করে দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার দুপুরে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন তারই বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের কাজের খোঁজ খবর করতে যান। সেখানে বহু মানুষকে আবেদনপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এরপরই নিজেই ওই এলাকার একটি গাছের ছায়াতে টেবিল, চেয়ার নিয়ে বসে একে একে দুয়ারে সরকার প্রকল্পে আসা উপভোক্তাদের আবেদনপত্র পূরণ করতে থাকেন। চোখের সামনে মন্ত্রীকে এমন ভূমিকায় দেখতে পেয়ে রীতিমতো হতবাক হয়ে যান উপস্থিত প্রশাসনের কর্তা থেকে সাধারণ মানুষ ।

সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুয়ারে সরকার প্রকল্প শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও ব্যাপক সুনাম অর্জন করেছে। এই দুয়ারে সরকার প্রকল্প ১ এপ্রিল থেকে শুরু হয়েছিল। ১০ এপ্রিল পর্যন্ত এটি চলবে। সোমবার ছিল দুয়ারের সরকার প্রকল্পের আবেদন পত্র সংশোধন ও জমা দেওয়ার শেষ দিন। তাই এদিন বাঙ্গিটোলা সহ মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই কাজের তদারকি করেছি। খুব ভালো সাড়া মিলেছে। বহু মানুষ তীব্র দাবদহ উপেক্ষা করে দুয়ারে সরকার প্রকল্পের আবেদন পত্র জমা দিয়েছেন। অনেকেই দেখেছি হাতে আবেদন পত্র নিয়েও ঠিকঠাক ভাবে হয়তো পূরণ করতে পারেন নি। তাই আমি যতটা পেরেছি সেই আবেদন পত্রগুলি বাঙ্গিটোলা যেখানে দুয়ারের সরকারের ক্যাম্প হচ্ছে সেখানে বসেই পূরণ করে দিয়েছি।