অবতক খবর,৬ সেপ্টেম্বর: দুয়ারে সরকারের ক্যাম্পের বাইরে আগের দিন ফর্ম বিলি করার অভিযোগ উঠল শাসক দলের জন প্রতিনিধির বিরুদ্ধে।

এমনই অভিযোগ উঠল মহিষাদল ব্লকের নাটশাল ২ নং গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে। সোমবার কুম্ভচক পল্লীশ্রী বিদ্যাভবনে। নাটশান ২ নং গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামের দুয়ারে সরকার ক্যাম্পে আসা মহিলারা আগে থেকেই ফর্ম পেয়ে তার পূরণ করে নিয়ে আসে ক্যাম্পে। তাদের বক্তব্য, পঞ্চায়েত সদস্য আগের দিন তাদের এই ফর্ম দিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জন প্রতিনিধিরা কোনোভাবে ফর্ম বিলি করতে পারবেনা। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অভিজিৎ দাস অবশ্য সাফাই গেয়ে বলেন, তিনি এই কাজ করেন নি। আশাকর্মীরা এই ফর্ম বিলি করেছে।

মহিষাদল ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি জানান,এই রকম খবর কিছু জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান। এই ভাবে শাসকদলের জন প্রতিনিধির ফর্ম বিলি করা নিয়ে কটাক্ষ করে বিজেপি।