অবতক খবর , সেখ নাদিম , বীরভূম :- সারনা ধর্ম কোড লাগু করা সহ আরো চার দফা দাবিতে বীরভূমের জয়দেবে, মোরগ্রাম পানাগর রাজ্য সড়কের ওপর আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ।

 

সরকারের নিকট তাদের যে ৫ দফা দাবি সে গুলি হল সরনা ধর্ম কোড লাগু করতে হবে, ঝাড়খন্ডী ডেমিসাইল লাগু, ঝাড়খন্ডে হিন্দি ভাষার সাথে সাঁওতালি ভাষা কে প্রথম রাজ ভাষার মান্যতা দিতে হবে, অসম আন্দামানের ঝাড়খন্ডী দের ST সূচীতে সামিল করতে হবে, প্রভৃতি। এই দাবিতে তারা ১ ঘন্টা বিক্ষোভ মিছিল করেন

শেষমেষ দুবরাজপুর থানার আইসি মাধব চন্দ্র মন্ডল তাদের আশ্বাস দেন যে তাদের দাবিগুলো বীরভূম জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরবেন।

উনার কথা মেনে নিয়ে তারপর আদিবাসীরা বিক্ষোভ-সমাবেশ তুলে নেয়। তাঁরপর পুলিশের হস্তক্ষেপে মোরগ্রাম পানাগর রাজ্য সড়ক যানজটমুক্ত হয়।