রক্তস্নাত হয় ভাষা। জাগে দেশ-জননী, জন্মভূমি। রক্ত পায়ে কৃষ্ণচূড়া শিমুল পলাশের নিচে কে দাঁড়িয়ে আছো তুমি!

দুটি কবিতা
তমাল সাহা

এক)
ম‌ত্যুঞ্জয়ী সংখ্যা

দুইয়ের পিঠে এক
একটি সামান্য আংকিক সংখ্যা—
কিভাবে সাহিত্য ও জীবনচর্চার
মাত্রা পেয়ে যায়
তা শুধু বাংলাভাষা জানে
আর বিশ্বকে জানায়।

আন্তর্জাতিকে পুষ্পবর্ষণ
বাংলা সংখ্যা এতো অসাধারণ!

দুই)
অমর সংখ্যা শহিদ

সংখ্যা কি হাঁটতে জানে?
সংখ্যা হাঁটতে হাঁটতে কতদূর যায়?

অদ্ভুত এক সংখ্যা আছে শতকিয়ায়।
সংখ্যাটি দীর্ঘ হয়,উচ্চ হয়, বিস্তৃত হয়—দিগন্ত ছড়ায়।সংখ্যাটি যুদ্ধে যায়…
রক্তস্নানে শুদ্ধ হয়।
আবার উঠে দাঁড়ায়।

সংখ্যাটি শহিদ হতে জানে।
বুলেট বিদ্ধ হয়,
অমনি তার কণ্ঠস্বর সরব হয়ে ওঠে গানে।
সেই গান নতুন ভাষা পায় বাংলা ভাষায়, ভালোবাসায়।

সংখ্যাটি অমর শহিদ হয়ে যায় ‌দেশ ও ভাষার বন্ধনে
আবিশ্ব বিস্ময়ে তাকায়…
সূর্য ওঠে আকাশে
ডেকে বলে,সালাম একুশে!