দুজনের জন্য ছোট দুটি শব্দসজ্জা / তমাল সাহা

একই দিনে দুজনের জন্মঃ শ্রদ্ধা

দুজনের জন্য ছোট দুটি শব্দসজ্জা
তমাল সাহা

১) দুটি জন্মদিন

আজ দুটি জন্মদিন
আমাদের চোখে স্বপ্ন রঙিন
মার্কস হতে পারেন অনেক বড় প্রাজ্ঞ মহান
আমাদের পড়শি ছোট্ট মেয়েটি প্রীতি
সেও গেয়েছিল মুক্তির গান।

মার্কস কলম ধরেছিল
প্রীতিও ধরেছিল অস্ত্র
শূন্য ছিল না হাত
কলম ও অস্ত্র পরস্পরের পরিপূরক
এতে নেই কোন তফাৎ।

২) বুড়োটা

বুড়োটাকে কী যে ভূতে ধরলো
এমন কাণ্ড করলো
দুনিয়া জুড়ে শোরগোল বাঁধালো!

আশ্চর্য বুড়ো!
আর বিষয় পেলো না খুঁজে
কী দুঃসাহস! শ্রম ও পুঁজি নিয়ে লেখে
তুমি কি বুঝেছিলে বুর্জোয়ারা থাকবে চোখ বুজে এসব ভয়ানক কান্ড দেখে?

কেন কালিঝুলিমাখা শ্রমিকদের পক্ষে যাও
ধনতন্ত্রকে গালি পাড়ো তার মাথা খাও!
সর্বহারাকে শৃংখল ভাঙার কথা বলো
কার্ল তার সঙ্গে মার্কস নামটা কিন্তু
বেশ জোরালো এবং ধারালো।

৩) প্রীতিলতা

কোন দেশেতে তরুলতা
কোন দেশেতে প্রীতিলতা
কোন দেশেতে কোন মেয়েটি
অস্ত্র চোর
কোন দেশেতে কোন মেয়েটি
আঁধার রাতে আলোর দোর!

কোন দেশেতে কোন বালিকা
ফেললো গিলে সায়ানাইড
কোন দেশেতে কোন বালিকা
রইলো জেগে বুকে বেঁধে ডিনামাইট!