ধর্মমোহে দেশ আক্রান্ত হলে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবেই।সমতল, পার্বত্য অঞ্চল,অরণ্য, নদীতে বয়ে যাবে রক্তস্রোত। কোন্ রক্তপ্রবাহ? একটাই উত্তর ভেসে বেড়াবে— মানুষের! মানুষের!

দুজনের কবিতা
তমাল সাহা

দরজা এঁটো নাকো,
দুয়ারে দিও নাকো খিল।
খোঁজো,দেখো
দুজনের কোথায় মিল?

দুজনের হাতেই অস্ত্র
দুজনেই বেশে পরিপাটি।
অথচ নিজেদের দেশে
সবার নেই অন্নবস্ত্র–
স্বদেশ প্রেমে ফাটাফাটি!

দুজনের মূল রেষারেষি
দুজনেই এ ওর ধর্মদ্বেষী।
দুজনেই দেশভক্ত
দুজনেই চায় রক্ত।

দুজনের মুখে শুধু স্বদেশ
দুজনের বুকভর্তি দ্বেষ।
মসজিদে আল্লা, মন্দিরে রাম
দুজনেই
তোবা তোবা রাম রাম– হারাম।