অবতক খবর,নিজস্ব প্রতিনিধি,১০অগাস্ট:: করোনার সংক্রমণের জন্য দুই বছর বন্ধ থাকার পর আজ রাতে মহরম উৎসবে মাতলেন গোটা মামুদপুর এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষ। রায়গ্রাম বাজার সংলগ্ন গোড়াচাঁদ তোলার মাঠে রাইগ্রামের বিভিন্ন মহরম কমিটি গুলি সহ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে মহরম কমিটি গুলি তাহাদের তাজিয়া গুলি সুসজ্জিত ভাবে, এলাকার মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলা ভাবে এগিয়ে নিয়ে যায় গোড়াচাঁদ মাঠের দিকে।মহরমের উৎসবে অসংখ্য মানুষ ভিড় জমায় তাজিয়া ও লাঠি খেলা দেখার জন্য।মহরম কমিটির পক্ষ থেকে সকল কে অভিনন্দন জানানো হয়। মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি এলাকার সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তাজিয়া নিয়ে সমস্ত মহরম কমিটি গুলি সঠিক ভাবে মাঠে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করে দেন মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক কুণাল বিশ্বাস এর উদ্যোগে মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন। রায়গ্রাম এলাকা থেকে মহরম কমিটিগুলি লাঠি খেলা করার জন্য বাজনা সহকারে লাঠি, তাজিয়া নিয়ে রায় গোড়াচাঁদ মাঠে এসে পৌঁছায় রাত বারোটায় লাঠিখেলা চলে রাত প্রায় একটাপর্যন্ত ।মন্তেশ্বর ব্লকের বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনের ভিড়ছিল দেখারমতন ।মহরম উৎসবে রাত একটা পর্যন্ত উপস্থিত ছিলেন, মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, ওসি কুনাল বিশ্বাস, কালনা সার্কেল ইন্সপেক্টর তাপস কুমার দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ সহ আরও অনেকে।

মহরম উপলক্ষে এই গোরাচচাঁদমাঠে বড় মেলা হয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন ছিল প্রচুর।
দুই বছর পর এই উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতি বছরের মতন এই বছরেও পালিত হলো পবিত্র মহরম উৎসব।