অবতক খবর,২০ নভেম্বর,নদীয়াঃ নদীয়ার আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জের গেদেই বাংলাদেশ বর্ডার গার্ড ও বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে আজ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বর্ডার সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে কৃষ্ণনগর সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সঞ্জয় কুমারের নেতৃত্বে একদল অফিসার অংশ নেন। অন্য অন্যদিকে বাংলাদেশের কুষ্টিয়ার অতিরিক্ত মহাপরিচালক মহিউদ্দিন মোহাম্মদ জাবেদ নেতৃত্বে একদল সে দেশের পদস্থ আধিকারিক অংশ নেয়। সভায় সীমান্তে দুদেশের বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একমত হয় ।

পাশাপাশি চোরাচালান বন্ধ শিশু পাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায় ।সীমান্তবর্তী মানুষ যাতে নিরাপদে জীবন যাপন করতে পারে তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে উভয়ই সম্মত হয় । দুই দেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন সকলেই।