অবতক খবর,২৭ অক্টোবর,জলপাইগুড়ি: দীর্ঘ সাত বছর পর এবার কালীপুজোয় ভাল পাকা রাস্তা উপহার পেতে চলেছে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গোমস্তাপাড়া এলাকার বাসিন্দারা। এই রাস্তা শুধু গোমস্তাপাড়ার বাসিন্দারা যে ব্যাবহার করে তা নয়। এই রাস্তা ধরে কম সময়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যাতায়াত করে চাউল হাটি সহ ওই দিকের প্রচুর লোকজন । এছাড়াও এই রাস্তা ধরে সরকারপাড়া , বামনপাড়া সহ একাধিক এলাকার মানুষ শহরে যাতায়াত করে।

অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গোমস্তাপাড়ার পঞ্চায়ত সদস্য রাজেশ মন্ডল বলেন, এই রাস্তা অনেকদিন ধরে খারাপ ছিল। কিছুদিন আগে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সিএফসি -র টেন্ডার প্রক্রিয়ায় হয়। প্রায় ৫৯০ মিটার লম্বা ও ১২ ফিট চওড়া রাস্তার কাজ করতে ৯লক্ষ ২৪ হাজার টাকা ব্যায়ে রাস্তার কাজ করা হচ্ছে। এই রাস্তা পাকা হওয়ায় বিস্তির্ণ এলাকার মানুষ উপকৃত হবে । অনেকদিন পরে রাস্তা পাকা হওয়ায় খুশি এলাকাবাসীরাও ।

এলাকার বাসিন্দা প্রসাদ রায় চৌধুরী বলেন , দীর্ঘ দিন ধরে এই রাস্তা ভাঙ্গাচুরা হয়েছিল কোন টোটো, অ্যাম্বুলেন্স এই
এলাকায় আসতে চাইতো না । এবার রাস্তা পাকা হওয়ায় সবার যাতায়াতে সুবিধা হবে‌।