দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে অনস্থা ভোট হল সারাংপুর পঞ্চায়েতে

অবতক খবর,১৩ অক্টোবরঃ দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে অনস্থা ভোট হল সারাংপুর পঞ্চায়েতে। বৃহষ্পতিবার মুর্শিদাবাদাদের ডোমকলের সারাংপুর পঞ্চায়েতে হয় অনস্থা ভোট।

উল্লেখ্য, পঞ্চায়েত প্রধান কিমকিম বেগমের বিরুদ্ধে বিভিন্ন রকম দূর্ণীতির অভিযোগ তুলে গত ১লা সেপ্টেম্বর ২০ জন সদস্যর মধ্যে ১২ জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনস্থাপত্র জমা দেন। তারপরেই ৭ তারিখ সই ভেরিফাই করে ২১ শে সেপ্টেম্বর অনস্থা ভোটের দিন ঘোষনা হয়।

কিন্তু সেদিনও বিডিও অফিস থেকে কোনো আধিকারিক না আসায় ঐ অনস্থা ভোট হয়নি। তারপরে আজ অর্থাৎ বৃহষ্পতিবার ডোমকল বিডিও শ্যামসুন্দর মিশ্রের উপস্থিতিতে পুলিশি কড়া নিরাপত্তায় অনস্থা ভোট হল ২০ জন সদস্যের মধ্যে ১২ জনের উপস্থিতিতে। তারপরেই সদস্যরা বাড়ি ফিরতেই এক পঞ্চায়েত সদস্যকে ঘিরে হইচই শুরু হয়। যদিও সেকথা পাত্তা দিতে নারাজ পঞ্চায়েত সদস্যরা।