অবতক খবর,৩১ অক্টোবর: করোনা আবহে প্রায় ছয় মাস বাদে রবিবার থেকে চালু হল লোকাল ট্রেন। এতদিন স্টাফ স্পেশাল চলতো। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় ট্রেনের সংখ্যাও কম। পাশাপাশি যাত্রীদের সংখ্যাও কম। তবে সকলের জন্য ট্রেন চালু হওয়ায় খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে রেল হাকারেরাও। শিয়ালদহ মেইন শাখায় অফিস টাইমে যাত্রীদের বাদুরঝোলা হয়ে যাতায়াত করতে হবে। তাই নিত্য যাত্রীদের দাবি, ১২ কামরার ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নৈহাটি ও ব্যারাকপুর লোকালের সংখ্যা বাড়ানো হোক।