অবতক খবর,১৬ ডিসেম্বরঃ দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ডাললপ ঘাটের ফেরি সার্ভিস এরফলে গঙ্গা পারাপার পুরোপুরি বন্ধ ছিল। এবার সাধারণ মানুষের কথা ভেবে বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী ও হালিশহর পৌরসভা উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষের তৎপরতায় নতুন করে পেতে চলেছে ডানলপ ঘাট। সহজেই সাধারণ মানুষ স্ট্রিমার নৌকা করে পৌঁছে যাবে গঙ্গার এপার ওপার। এর ফলে খুশি সাধারণ মানুষও জোর কদমে কাজ চলছে কিছুদিনের অপেক্ষার শুভ উদ্বোধন হওয়ার।