দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে শুক্রবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত অফিস খোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২২ নভেম্বর :: উত্তর দিনাজপুর ::   দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে শুক্রবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত অফিস খোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস।

এই দিন দুপুর দুটো নাগাদ অফিস খোলা হবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন হয়েছে বিশেষ পুলিশ বাহিনী।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসকদল বিরোধীদের মধ্যে একাধিক রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীপুর। সেই থেকেই পঞ্চায়েত অফিসে তালা বন্ধ হয়েছে ফলে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা পরিষেবা মানুষের কাছে পৌঁছাচ্ছে না এই অচলাবস্থা কাটাতে অফিস খোলার প্রক্রিয়া শুরু হয় ।