অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- করোনা সংক্রমণে দীর্ঘদিন বন্ধ হয়েছে রেল চলাচল , কলকাতা শিয়ালদা থেকে মুর্শিদাবাদ এর শেষ প্রান্ত লালগোলা রেলের সীমান্ত। এই পথে লালগোলা প্যাসেঞ্জার নামে বহু ট্রেন চলাচল করে প্রতিদিনই। লালগোলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনে বিভিন্ন খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় করেন বহু হকার , কিন্তু লকডাউন এর কারণে রেল যোগাযোগ বন্ধ হওয়ায় সমস্যার মুখে পড়েছেন রেলে হকারী করা মানুষেরা। পরিবার পিছু একজন করে রোজগার করে ছেলে-মেয়ে নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

শ্রমিকের কাজ করতে গেলেও তারা জানান কোনদিন কাজ হয় তো কোনদিন হয়না। ব্যাংক থেকে লোন নিয়ে সংসার চলছে তাদের। আর যতটুকু রেশন পাওয়া গেছে সরকারি পক্ষ থেকে। তাও প্রায় শেষের মুখে। তাই লালগোলায় বসবাসকারী যেসব ট্রেনের হকাররা আছে। তারা প্রতিদিনই 300থেকে 400 টাকা উপার্জন করতেন। সরকারের কাছে তারা আবেদন রাখছে যত তাড়াতাড়ি হোক রেল পরিষেবা চালু হোক। না হলে না খেতে পেয়ে তাদের মরতে হবে।