অবতক খবর,২৯ অক্টোবর: দীপাবলি সহ অন্যান্য পুজোতে যে কোন ধরনের বাজি ব্যাবহার নিষিদ্ধ বলে জানালো জেলা প্রশাসন। শুক্রবার বহরমপুর জেলা পুলিশ সুপার তার অফিসের কনফারেন্স হলে বাজি বিক্রেতা ও বাজি প্রস্তুতকারীদের ডেকে এক বৈঠকের আয়োজন করেন। উপস্থিত জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকগনের উপস্থিতিতে জানানো হয় মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে এই বছর কোন ধরনের বাজি ব্যাবহার করা যাবে না।

অবৈধ বাজি ব্যাবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজি প্রস্তুত কারক ও বাজি বিক্রেতারা জানিয়েছেন, তারা সরকারের নির্দেশ মেনে চলবেন। তবে তাদের বিশেষ অনুরোধ প্রশাসন যেহেতু এই বিষয়ে আগে জানায়নি তাই তাদের ঘরে মজুত বাজি যেন প্রশাসন নষ্ট না করে বা তাদেরকে অহেতুক হেনস্থা না করে।