অবতক খবর,১১ অক্টোবর,ফাঁসিদেওয়া: দীপাবলির আগে লক্ষাধিক টাকার বিদেশী নকল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করল আবগারি দপ্তর। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। তবে এই ঘটনায় কারা জড়িত তদন্ত শুরু কটেছে আফগারি দপ্তর।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার ডাঙ্গাপাড়ার কাজিগছ এলাকায় মঙ্গলবার ভোররাতে অভিযান চালায় শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি ও বাগডোগরার আবগারি দপ্তরের যৌথ টিম। ঘটনাস্থল থেকে ২০০০ লিটার নকল মদ, ৫০০ লিটার স্প্রিরিট ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। তবে আবগারি দপ্তরের আগেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে অবৈধ মদের কারবারীরা।

ঘটনায় কারা জড়িত রয়েছেন তা তদন্তে নেমেছে আবগারি দপ্তর। বাগডোগরা আবগারি দপ্তরের ওসি অঙ্কুর রায় জানান, বিহারের পাচারের ছক করার আগে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করা হয়েছে। তবে আপাতত কেউ গ্রেফতার না হলেও ঘটনায় কারা জড়িত তা তদন্ত শুরু করা হয়েছে। তিনি জানান উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মুল্য প্রায় ১০ লক্ষ টাকা।