অবতক খবর,২৫ জুলাইঃ দীঘার সৈকতে উঠে এলো জ্যান্ত ডলফিন। যা নিয়ে রীতিমতো আনন্দে মসগুল হলেন দীঘায় আসা পর্যটকরা। সেইসঙ্গে স্থানীয় মানুষেরাও। রবিবার বিকাল চারটে নাগাদ ওল্ড দিঘার সি হোক গোলার ঘাটে প্রায় ৪ ফুট লম্বা একটি জ্যান্ত ডলফিন সমুদ্রের ধারে এসে খাবি খেতে থাকে।

এ সময় স্নানরত পর্যটকরা দেখে ডলফিন টাকে ধরার জন্য এগিয়ে যান তখনই ডলফিনটি লাফিয়ে উঠে পাথরের উপরে পড়ে। তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। ঘাটে যদি বা কিছুক্ষণের মধ্যে পুনরায় জোয়ারের জলে আবার ভেসে যায় ওই জ্যান্ত ডলফিনটি।

আবার কেউ কেউ তাকে তুলে কাঁধে তুলে সেলফি তোলারও চেষ্টা করেন তবে ডলফিন সচরাচর আরব সাগর বা গভীর সমুদ্রের দিকে লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় এই ডলফিনগুলি মৃত অবস্থায় সমুদ্রের পাড়ে ভেসে আছে। তবে কিভাবে জ্যান্ত অবস্থায় সমুদ্রে এসে পড়ল তা নিয়ে কিছুটা হলেও ভাবাচ্ছে বন কর্মীদের।