অবতক খবর,১৫ এপ্রিল: দীঘার সমুদ্রে স্পিডবোট দুর্ঘটনা। গুরুতর আহত পর্যটক মহিলা। স্পিটবোট মহিলার উপর দিয়ে চলে যায়। বোটের পাখায় দেহের বিভিন্ন অংশে কেটে গেছে। সচেতনতার অভাব বোট চালানোর ক্ষেত্রে। এমনটাই অভিযোগ। সৈকতে পর্যটকদের উত্তেজনা। উইকেন্ডে পর্যটকদের ভিড় রয়েছে দিঘাতে।
ইয়াসমিনা খাতুন (৩২)
খাসখামার, বাউরিয়া, তাজমহল লাইব্রেরি কালভাট। পরিবারের সাথে গতকাল বেড়াতে এসেছিলেন দীঘায়।

লাইফ জ্যাকেট পড়ে থাকার কারণে আঘাত জ্যাকেটের উপর দিয়ে গেছে। তবে হাতে পায়ে এবং পিঠে আঘাত লেগেছে টিচ করতে হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন অল্পের জন্য রক্ষা পেয়েছে। এখন স্থিতিশীল