দিল্লী বিধানসভা ভোটের ফলাফল বাংলার ভোটে প্রভাব পড়বে না: দিলীপ ঘোষ

অবতক খবর, শিলিগুড়ি:দিল্লির ফলাফলের সাথে বাংলার কোন সম্পর্ক নেই। বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। দিল্লির ফল দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশি উৎসাহিত হয়েছেন।

শিলিগুড়িতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, দিল্লির ফল দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উৎসাহিত হওয়ার কিছু নেই।’ দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, রাজ্যের আইন ব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছে। শেষ লোকসভা নির্বাচনে বাংলার ফল যা হয়েছে তার থেকে ভালো ফল হবে আগামী বিধানসভা নির্বাচনে এমনটাই বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্যের মানুষ পরিবর্তনের পরিবর্তন চাইছে আর সেই কারণেই বিজেপিকে সাধারণ মানুষ আপন করে নেবে। শিলিগুড়ি পুরো নিগমের নির্বাচন নিয়ে বিগত এক বছর ধরে রণকৌশন তৈরি করেছে বিজেপি নানান ইস্যুতে হাতিয়ার করেই আগামী শিলিগুড়ি মিউনিসিপাল করপরেশন নির্বাচনী লড়াই করবে বিজেপি এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ।