অবতক খবর,১৭ই জানুয়ারি: দিল্লি বইমেলা একটি উল্লেখযোগ্য বইমেলা। কারণ এটি ভারতবর্ষের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়। কলকাতা বইমেলার পরিমাপে সেটি বিশাল,অত বিস্তৃত না হলেও দেশ ও আন্তর্জাতিকে দিল্লির বইমেলার একটি গুরুত্ব রয়েছে। দিল্লি বই মেলায় বিভিন্ন রাজ্য থেকে নিজের ভাষার প্রতি মর্যাদা দেখিয়ে স্টল করা হয়েছে। তাদের ভাষা প্রচার এবং প্রসারের জন্য তারা বিশেষ গুরুত্ব দিয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও সেখানে স্টল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভেবেচিন্তে একটা স্টল দিয়েছে। সেই স্টলটি দিয়েছে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাক্যাডেমি। জানা নেই এর পেছনে কোন রহস্য আছে কিনা, এর সঙ্গে ভোটের রাজনীতি জড়িত কিনা। আমাদের দেশটা তো আসলে ভোটের দেশ।

আমাদের দেশের নাম ভারত হলেও সেখানে চিরকালই ভাতের অভাব। সেখানে ভোটের ক্ষমতা অনেক অনেক বেশি। বাংলা ভাষা নিয়ে যারা চর্চা করেন, চিন্তা করেন, ভাবনা করেন তারা সেই বিষয়টি জানেন কিনা জানি না। তবে বাংলা জাতীয়তাবাদীরা এ বিষয়ে নিশ্চুপ কেন তাও অজ্ঞাত।এখন দেখা যাচ্ছে ভাষা ভাত ভোট এখন একাকার পণ্য,নয় মানুষের কল্যাণের জন্য।