অবতক খবর,সংবাদদাতা,মুর্শিদাবাদ , ২৮শে ফেব্রুয়ারী :: নওদার ত্রিমোহিনী গ্রামের ১৩ জন শ্রমিক দিল্লিতে গিয়েছিলেন কাজ করতে। কিন্তু সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে কিছুদিন আগে। সেই থেকেই বাড়ি ফেরার একটা তাগিদ ছিল এই সমস্ত শ্রমিকদের মধ্যে। কাশ্মীরের ঘটনার পর দিল্লিতে এই ঘটনা যথেষ্টই আতঙ্ক সৃষ্টি করেছিল শ্রমিকদের সাথে সাথে তাদের পরিবার-পরিজনদের মধ্যে।

আজ দিল্লি থেকে তাদের ফিরিয়ে আনা হলো এবং হাওড়া স্টেশনের নামার পর গাড়িতে করে তাদের সকলকে নিয়ে আসা হয়েছে বহরমপুরে। তারা সকলেই মুর্শিদাবাদ জেলা পরিষদে জেলা সভাধিপতি মোশারফ এর কাছে আসেন সেখানে তাদের প্রত্যেকের হাতে ৫০০০ টাকার চেক তুলে দেওয়া হয়।

সভাধিপতি জানান এরা সকলেই কাজের জন্য দিল্লি গিয়েছিলেন। আপাতত এরা সকলেই এখন কাজহীন। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা সাহায্যের চেষ্টা করা হলো জেলা পরিষদের পক্ষ থেকে। আগামী দিনে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেন।