অবতক খবর,৫ জানুয়ারিঃ সম্প্রতি তৃণমূল দলের পক্ষ থেকে এক নতুন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দিদির সুরক্ষা কবচ’। আগামী ১১ই জানুয়ারি থেকে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি যাবেন এই ‘দিদির সুরক্ষা কবচ’-এর আওতাধীন যে সকল প্রকল্পগুলি আছে সেইসকল প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছেন কিনা সে সম্পর্কে খোঁজখবর নিতে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে অবগত করতে।

আর আজ হালিশহর মঙ্গলদ্বীপ ভবনে এই ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন হালিশহর এবং কাঁচরাপাড়ার তৃণমূলের শহর সভাপতি যথাক্রমে প্রবীর সরকার এবং খোকন তালুকদার। উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার উপ-পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য সকল কাউন্সিলররা।