‘দিদিকে বলো’ কর্মসূচি পালন সোনামুখী ব্লকে।

অবতক খবর, বাঁকুড়াঃ ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে  তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি কিছুটা হলেও দুর্বল হয়েছে । তাই পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল  তৃণমূল কংগ্রেস। আর সেই মতোই আজ সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের উত্তর দেরিয়াপুর গ্রামে দিদিকে বলো কর্মসূচি আয়োজিত হয়েছিল সোনামুখী ব্লকে।

প্রথমেই গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিদিকে বলো ফোন নাম্বার সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। এরপর তাদের অভাব-অভিযোগ শোনা  এবং সেই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। সাধারণ মানুষ অত্যন্ত খুশি  এই কর্মসূচিতে ।

ব্লক সভাপতি ইউসুফ মন্ডল বলেন, দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি এবং তাদের অভাব-অভিযোগ শুনছি । আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি । তিনি বলেন, এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই আতঙ্ক কেটেছে । কেননা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবেন না ।