নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৭ ডিসেম্বর :: দিঘা ::   আজ সকালে দিঘার গভীর সমূদ্রে ডুবে গেল মৎস্যজীবিদের একটি ট্রলার। স্থানীয় সূত্রে জানা গেছে মাছ ধরতে বেরিয়ে চড়ায় আটকে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা প্রায় সমস্ত মৎস্যজীবি সাঁতরে পাড়ে ফিরে আসে এবং ট্রলারটিকে উদ্ধারের সময় ট্রলারের তলা থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯টা নাগাদ দিঘা মোহনা থেকে কৃপাময়ী নামের একটি ট্রলার গভীর সমূদ্রে মাছ ধরতে বের হয়। সমূদ্রের বেশ খানিকটা যাওয়ার পর জলের নীচে থাকা একটি চড়ায় ট্রলারটি আটকে পড়ে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি জলে পাল্টি খায়।

মৎস্যজীবীরা জানান ট্রলারে থাকা ১৩জন মৎস্যজীবি সাঁতরে পাড়ে ফিরে আসে। তবে ঠান্ডা জলে পড়ে একজন মৎস্যজীবি নিখোঁজ হয়ে যায়। জানা গেছে নিখোঁজের নাম নির্মল দাস। তাঁকে ট্রলারের তলা থেকে উদ্ধার করা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।