অবতক খবর , শিলিগুড়ি :    দশ বছরের ছেলে হৃদয় নিজের বাড়িতে বসে তৈরী করে ফেলল ইউ ভি সানেটাইজিং ট্যানেল। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র হৃদয় জানায়, তরল স্যানিটাইজার মানুষের শরীরের চামড়ার পক্ষে ক্ষতিকর, তবে ইউভি রশ্মি সহজেই জীবানুকে নষ্ট করতে পারে। এরপরেই একধরনের ইউভি রশ্মির সন্ধান পায় সে যা কলম্বিয়া ইউনিভার্সিটি আবিস্কার করেছিল। তারপরেই উঠেপড়ে লেগে যায় এই টানেল তৈরির কাজে। মাত্র ১০-১২ দিনের চেষ্টায় হৃদয় তৈরি করে ফেলে এমন টানেল যার মধ্যে দিয়ে প্রবেশ করলেই শরীরের জীবানু অনেকটাই নষ্ট হয়ে যাবে।

এছাড়াও বাজার থেকে আনা সবজি, টাকা এসব জীবানুমুক্ত করতেও বিভিন্ন স্যানিটাইজিং মেশিন আবিস্কার করে ফেলে সে। বর্তমানে বাজারে বিভিন্ন জায়গায় মিলছে এই মেশিনগুলি, দামও রয়েছে সাধ্যের মধ্যেই। ছোট্ট কিশোরের এই আবিস্কারে গর্বিত তার পরিবারের সকলেই।