অবতক খবর,২৪ অক্টোবর: দশমীর ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বাসুদেবপুর হাটের ৬টি সবজির দোকান।জানা গিয়েছে, বাসুদেবপুর হাটের বেশ কয়েকটি সবজির দোকানে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। যার জেরে পুরে ছাই হয়ে গিয়েছে দোকানগুলি।আগুন লেগে যাওয়ার খবর পেয়েই ঘটনার সাথে পৌঁছে বাসুদেবপুর থানার পুলিশ।ঘটনাটি জেরে মাথায় হাত ব্যবসায়ীদের। তবে কি কারনে আগুন লাগার ঘটনা ঘটলো সেই বিষয়ে এখন পর্যন্ত কারো কাছে কোন সদুত্তর নেই। ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান কেউ ইচ্ছাকৃতভাবে দোকানগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে।