অবতক খবর,১৭ আগস্ট: সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে এসেছেন ভাটপাড়ার লড়াকু নেতা প্রিয়াঙ্গু পান্ডে। তিনি বরাবর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে একতরফা লড়াই চালিয়ে এসেছেন।

যখন সমস্ত জেলা তথা রাজ্য স্তরের সাংগঠনিক পদগুলিতে রদবদল হচ্ছে, তাতে একদিকে যেমন নতুন মুখ জায়গা করে নিয়েছে অন্যদিকে নিজেদের কাজের নিরিখে পুরনো রাও যথাযোগ্য মর্যাদা পেয়েছেন। ‌

আর সেই ক্ষেত্রে বাদ যাননি ভাটপাড়ার এই লড়াকু নেতা প্রিয়াঙ্গু পান্ডে।

পশ্চিমবঙ্গ সরকারের উত্তর চব্বিশ পরগণা জেলার পরিবহন মন্ত্রণালয়ের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। দল তাকে যথাযোগ্য সম্মান দিয়েছে।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পদের জন্য দলে আসিনি। ‌ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার জনহিতকর কার্যকলাপ এবং তার উন্নয়নকে দেখেই দলে যোগদান করেছিলাম।
তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে যে প্রকল্পগুলি বাস্তবায়ন করেছেন তা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ইতিহাস হয়ে থাকবে। আমরা চাই শত্রুর বিনাশ হোক, দেশের শত্রুর বিনাশ হোক। ২০২৪-এ যেন তিনি প্রধানমন্ত্রী রূপে শপথ নিতে পারেন। সেই দিনটির অপেক্ষাতেই রয়েছি আমি।