অবতক খবর : হালিশহর ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তপন দত্ত গত ২৩শে মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপিতে যোগ দেন। দেখা যায় বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায়ের হাত ধরেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর তিনি বিজেপির সক্রিয় কর্মী হয়ে উঠতে চেষ্টা করেন। কিন্তু গতকাল হঠাৎ দেখা যায় তিনি সুবোধ অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিজেপিতে তপনবাবু কাজ করতে পারছেন না এই কথা বলেই তিনি সুবোধ বাবুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্র মারফত জানা গেছে, তিনি বলেছেন যে, ‘বিজেপিতে থেকে তিনি কোন কাজ করতে পারছেন না। যার কারণে মানুষ বলছেন যে, তপন দত্ত জনস্বার্থে কোন কাজ করেন না। কিন্তু আসলে বিজেপি তাকে কোন কাজ করতে দিচ্ছে না। মানুষের কাছে আমার সম্বন্ধে ভুল ধারণা যাতে না হয় সে কারণেই আমি আবার তৃণমূলে ফিরতে চাইছি।’ তপন দত্ত সুবোধ অধিকারীর কাছে এমনই জানিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়টি নিয়ে আমরা তৃনমূল নেতা সুবোধ অধিকারী সঙ্গেও যোগাযোগ করি। তিনি বলেন,’হ্যাঁ, তপন বাবু আমার কাছে এসেছেন, এ কথা ঠিক। তিনি আবার দলে ফিরতে চাইছেন।’ অন্যদিকে ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা তপনবাবুর সম্বন্ধে জানাচ্ছেন যে, ‘বিজেপিতে এসে তিনি সুযোগ করতে পারেননি সে কারণেই আবার তৃণমূলে ঢুকতে চাইছেন।’