অবতক খবর,২৩ সেপ্টেম্বর: ঢাকঢোল পিটিয়ে তৃণমূলে দলে দলে কর্মীরা যোগদান করছে। তারা যোগদান করছে মূলত বিজেপি দল থেকে। কিন্তু দেখা যাচ্ছে ,সভানুষ্ঠানে মূল যে তৃণমূল স্রোতের কর্মী তারাই নেই। অনুষ্ঠানের সামনে যে সমস্ত চেয়ার পাতা হচ্ছে সেই সবই বেশিরভাগ ফাঁকা থাকছে। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? সত্যিই কি তৃণমূলে যোগদানের একটা জোর প্রবাহ দেখা দিয়েছে? নাকি লোকদেখানো প্রচার চলছে?

তৃণমূলের দিকে মানুষ ঢুকে পড়েছে যে আওয়াজ হচ্ছে কিন্তু সেইভাবে তার কার্যকারিতা দেখা যাচ্ছে না। পুরনো তৃণমূল কর্মীদেরও বিশেষ করে হালিশহর-কাঁচরাপাড়ায় তাদের উপস্থিতি দেখা যাচ্ছে না। ‌এখানে যতই বলা হোক যে উচ্চ নেতৃত্বের হাত ধরে তৃণমূলে যোগদান করছে বিজেপি কর্মীরা, কিন্তু এখানে স্থানীয়ভাবে দেখা যাচ্ছে , এখানে তৃণমূল কর্মী নেতাদের মধ্যে তেমন সমন্বয় নেই, যোগাযোগ নেই। বরঞ্চ এখানে যে গোষ্ঠীবাজি রয়েছে সেটিই প্রকাশ পাচ্ছে।