অবতক খবর, সংবাদদাতা :: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর রাজ্যজুড়ে চালু হয়েছে আদর্শ নির্বাচন বিধি।কিন্তু নির্বাচন কমিশনের এই বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রাক্তন মন্ত্রীর সভায় দলীয় সভায় সরকারি প্রকল্পের প্রচার দেখা গেল।আর এনিয়েই শুরু হয়েছে বিতর্ক।তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।আজ শিবপুর কাজীপাড়া এলাকায় ছিল তৃণমূল কংগ্রেসর দলীয় সভা।যেখানে হাওড়ার সদরের তৃণমূল চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বিরোধীদল থেকে আসা বহু কর্মী।আর এখানে এই মঞ্চে তৃণমূলে যোগ দিলেন রাজ্য সরকারের সুকন্যা প্রকল্পের হাওড়ার প্রশিক্ষক গৌতম ভট্টাচার্য।

তিনি মুখ্যমন্ত্রীর ছবি ও প্রকল্পের নাম দেওয়া ব্যানার সাইকেলে লাগিয়ে আসেন সভায়।সঙ্গে ছিল সুকন্যা প্রকল্পের আওতায় থাকা মেয়েরা।তাদের গেঞ্জিতে ছিল সুকন্যা প্রকল্পের নাম।সিটি পুলিশের নাম লেখা ছিল।তৃণমূলের দলীয় পতাকা নেবার সময় এই গেঞ্জি পরেছিলেন গৌতম ভট্টাচার্য।তিনি বক্তব্য রাখার সময় নিজেকে এই প্রকল্পের সুফল তুলে ধরেন।কিন্তু নির্বাচনী বিধি লাঘু হবার পর সরকারি প্রকল্পের প্রচার কি করা যায় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন।

মহিলাদের আত্মরক্ষার জন্য মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন।তিনি এর প্রচারক ও প্রশিক্ষক।এতে মহিলারা উপকৃত হচ্ছে।ভালো কাজে প্রচার করতে নির্বাচনী বিধিভঙ্গ হয়না বলে তিনি মনে করেননা।অরূপ রায় বলেন এখানে মহিলারা স্বতস্ফূর্ত ভাবে এসেছে।তারা স্কিল দেখাতে এসেছে।কোনো প্রচারে নয়।এই প্রসঙ্গে বিজেপির নেতা উমেশ রাই দাবি করেন নির্বাচনী বিধি চালু হওয়ার পর থেকে দলীয় কর্মসূচি থেকে কোনো সরকারি প্রকল্পের কাজ করা যায় না।এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস নির্বাচনী বিধিভঙ্গ করছে বলেও দাবি করেন তিনি।