অবতক খবর,২৬ এপ্রিলঃ খড়দহের এক অনুষ্ঠানে এসে দলীয় নেতৃত্বের প্রতি বিস্ফোরক মন্তব্য করলেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।শোভনদেব বলেন, নেতা দু’রকমের হয়। দীর্ঘ পথ চলার মাধ্যমে নেতা হওয়া। আরেকটা কারোর দয়ার টানে পদ পেয়ে নেতা হয়ে যাওয়া। দুটো নেতা হওয়ার মধ্যে পার্থক্য আছে। গাছ দুরকমের হয়।

এক ধরনের গাছ মাটিতে পুতলে ওপরদিকে ওঠে না। আরেক ধরনের গাছ মাটিতে পুঁতলে উপরের দিকে উঠতে থাকে। মানুষের চরিত্রের মধ্যেও তাই আছে। নেতা হওয়ার পরিবেশ আছে। সেই পরিবেশে নিজেকে তৈরি করে নিতে পারলে সে হয় নেতা। আর দাদার দয়ায় যারা নেতা হয় তারা বাড়ে না। দলীয় নেতৃত্বকে এভাবেই গাছের সঙ্গে তুলনা করে আক্রমণ করলেন খরদহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।