অবতক খবর,১৭ জানুয়ারিঃ দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে গতকাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক সুবিশাল সমাবেশে দলের চেয়ারম্যান ও বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকী আগামীদিনে গ্রামে গ্রামে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শাসক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতী ব্যবস্থাকে নিজেদের আখের গোছানোর ব্যবস্থায় পরিনত করেছে। তার এক সাম্প্রতিক উদাহরণ আবাস যোজনা নিয়ে শাসকদলের লজ্জাহীন স্বজনপোষণ। পাশাপাশি পুলিশকে দলদাসে পরিনত করে সাধারণ খেটেখাওয়া গরীব মানুষের ওপর জুলুমবাজী চলছে। এই অপরিসীম জুলুম, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করছি। পাশাপাশি গরিবের হক পাইয়ে দিতে আমরা সংগ্রামে নেমেছি। সেজন্য সাংবিধানিক অধিকার নিয়েও আমরা মানুষের মধ্যে প্রচার চালাচ্ছি। তিনি সমাবেশে আরো বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির জেরে মানুষের নাভিশ্বাস উঠছে।

লাগামহীন মূল্যবৃদ্ধি ও বিভেদের রাজনীতি দেশকে সর্বনাশের পথে নিয়ে গেছে। অন্যদিকে রাজ্যসরকারের ভ্রান্তনীতি ও দুর্নীতির জন্য চাকুরির বাজারেও আকাল। তাই আইএসএফের শক্তিবৃদ্ধি একান্ত জরুরী। এই প্রসঙ্গে আগামী ২১ তারিখে দলের প্রতিষ্ঠাদিবসে কলকাতায় আয়োজিত সমাবেশকে সফল করার আহ্বান জানান আইএসএফ চেয়ারম্যান। বাসন্তীর সোনাখালি পুরনো বাসস্ট্যান্ডে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি আবদুল মালেক মোল্লা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক সাজাহান লস্কর, মেঘনাদ হালদার, বাবুলাল, প্রশান্ত সহ জেলা ও ব্লক নেতৃত্ব।