অবতক খবর,২১ আগস্ট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট ও দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে টিবি রোগ, এইচআইভি, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে একটি সচেতনতা বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়।

আজকের এই কর্মশালায় বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের বাছাই করা ছাত্রীরা অংশগ্রহণ করেন।
কোভিড সর্তকতা বিধিকে মাথায় রেখে এই আয়োজন করেন উদ্যোক্তারা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকসুকুমার দে, দিনাজপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ওসি হেলথ তপন সরকার,বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ধীমান চক্রবর্তী সহ অন্যান্যরা।