অবতক খবর, সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর :: আজ বিশ্ব দিব্যাঙ্গ দিবস। সেই উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। অনুষ্ঠানটি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের নিজেস্ব সভা গৃহ বালুছায় সভা গৃহে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক, জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সুবিধার্থে একটি বই প্রকাশ করা হয়।অনুষ্ঠানটিতে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সাহায্যের উদ্দেশ্যে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যবহার যোগ্য জিনিসপত্র তাদের হাতে তুলে দেন জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য নেতৃত্ব । এই সরঞ্জাম পেয়ে খুসী এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিরা।