অবতক খবর,৯ আগস্ট: বাংলার মাটির পরোতে পরোতে রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি ও সংস্কার। সেই পরোত গুলির একটি পরোতে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি।

তাই এই প্রাচীন সংস্কৃতির মর্যাদা রক্ষার্থে প্রতি বছর সারা বাংলা জুড়ে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। সেইমতো আজ ৯ আগষ্ট সোমবার সারা বিশ্বের পাশাপাশি সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে ” বিশ্ব আদিবাসী দিবস”। তাই এই দিনটিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বোল্লা ফুটবল ময়দানে বদলপুর করম পূজা কমিটি ও বদলপুর আদিবাসী বীর বুধু সংঘের উদ্যোগে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস।
আজ এই অনুষ্ঠানে সিধু-কানু সহ সমস্ত বিশিষ্ট আদিবাসী নেতৃবর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পাশাপাশি আদিবাসী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানে আগত সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আজ বিশ্ব আদিবাসী দিবস পালনের মেতে ওঠেন।