অবতক খবর,২৬ জুলাই:রাজ্যের অন্যান্য জেলার মত দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ১৪০ জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কাজ চলছে। সোমবার ৬৫ জন শিক্ষকের কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা। এরই মাঝে বামপন্থী ছাত্র সংগঠন এস‌এফ‌আই ও যুব সংগঠন ডিওয়াইএফআই অভিযোগ তুলেছে বাইরের জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে নিয়োগের ক্ষেত্রে।
অবশ্য এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক নারায়ণ চন্দ্র পাল জানিয়েছেন, রাজ্য থেকে যে তালিকা পাঠানো হয়েছে সেই অনুযায়ী কাউন্সিলিং চলছে। আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।জেলায় যোগ্যপ্রার্থী থাকতেও কেন বাইরে জেলার প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফ‌আই এর জেলা সম্পাদক সুব্রত দাস।
বামপন্থী ছাত্র সংগঠন এস‌এফ‌আই এর জেলা সম্পাদক সুরজিৎ সরকার জানান, আমরা চাই নিয়োগ প্রক্রিয়া হোক, তবে তা স্বচ্ছতার সঙ্গে। ন‌ইলে আমরা জেলা ও রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবো।