অবতক খবর, সংবাদদাতা :: সারা বিশ্বের মতো দক্ষিণ দিনাজপুর জুড়েও খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বড়দিন উৎসব পালিত হচ্ছে। সেই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মাহিনগর এলাকার মাহিনগর ক্যাথলিক চার্চে চলছে বিশেষ প্রার্থনা। গতকাল রাতের মতো আজ সকালেও খ্রিস্ট ধর্ম অবলম্বী ভাই-বোনেরা প্রভু যীশুর প্রতি বিশেষ প্রার্থনায় মেতে উঠেছেন। সঙ্গে সঙ্গে অন্যান্য ধর্মের মানুষেরাও প্রার্থনা করছেন প্রভু যীশুর উদ্দেশ্যে। ফলে বড়দিন এখন শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব থেকে সর্বধর্ম সমন্বয়ের উৎসবে পরিণত হয়েছে।

বড়দিন উপলক্ষে সারা দুপুর জুড়েই বিভিন্ন চার্চ গুলিতে চলছে বিশেষ প্রার্থনা। এই উপলক্ষে মাহিনগর ক্যাথলিক চার্চের ফাদার অরবিন্দ খাঁখাঁ জানিয়েছেন দেশজুড়ে এন আর সি সি এ নিয়ে হানাহানি চলছে সেই হানাহানি বন্ধের বার্তা নিয়ে আজ তারা প্রভু যীশুর কাছে বিশেষ প্রার্থনা জানাবেন এবং সারাদেশব্যাপী শান্তির কামনা করবেন।