দক্ষিণ দিনাজপুরে পালিত অমর একুশে

অবতক খবর , দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুরের‘এপার বাংলা থেকে ওপার বাংলা পর্যন্ত বাংলা ভাষার মেল বন্ধনে হই হাকার’ এমন শ্লোগানে ভারত-বাংলাদেশ থেকে যৌথভাবে প্রতি বছরএই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হয়।

একুশে ফেব্রুয়ারি এই দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামে অভিহিত। এখন বিশ্বের কাছে শুধু শোক আর বেদনার দিন নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার হিসাবে সার্বজনীন উৎসব ও প্রেরণার দিন। গত পাঁচবছর ধরে উজ্জীবন সোসাইটি, তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ ভারত এবং “আমরা মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড” ও “সাপ্তাহিক আলোকিত সীমান্ত” হাকিমপুর, দিনাজপুর বাংলাদেশের এর যৌথ উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণে হিলি আন্তর্জাতিক চেকপোস্ট ( ভারত – বাংলাদেশ শূন্যরেখায় ) অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে।